খানসামা, দিনাজপুর প্রতিনিধিঃ
নীলফামারীতে জমিতে চাষ শেষে ট্রাক্টর ধোয়ার জন্য নদীতে নিয়ে যাওয়ার পথে উল্টে চালকের প্রাণ গেছে।
স্থানীয়দের বরাতে কচুকাটা ইউনিয়নের পাশের পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াহেদুল ইসলাম বলেন, জমিতে চাষ শেষে ট্রাক্টর ধোয়ার জন্য বুড়িখোড়া নদীর দিকে যাচ্ছিলেন চালক মফিজুল। পথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়লে ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে তার লাশ উদ্ধার করে বলে জানান ইউপি চেয়ারম্যান।
নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. এনামুল হক বলেন, তারা ঘটনাস্থলে গিয়ে চালক মফিজুলকে মৃত অবস্থায় পান। পরে তার লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ মোঃ রাজিম ইসলাম
"দৈনিক সংবাদ বিডি"